এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হক সুপার মার্কেটের ব্যবসায়ী আলহাজ্ব খুরশেদ আলমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৬:৩৩:৪৬
হক সুপার মার্কেটের ব্যবসায়ী আলহাজ্ব খুরশেদ আলমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগরীর হক সুপার মার্কেটের স্বনামধন্য ব্যবসায়ী রাজমনি জুয়েলার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব খুরশেদ আলম এর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।

সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজী আয়াতুল ইসলাম খানের সভাপতিত্বে ও ব্যবসায়ী সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলারী সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান সওদাগর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনামিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী কয়ছর আহমেদ চৌধুরী, অপূর্ব জুয়েলার্সের আলহাজ্ব হেলাল উদ্দিন, ভেনাস জুয়েলার্সের স্বত্বাধিকারী গোবিন্দ রায়, পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট জামাতা এমদাদুল হক সহ হক সুপার মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন হক সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ।

এ সময় বক্তারা বলেন, হাজী খুরশেদ আলম ছিলেন একজন সৎ ন্যায়পরায়ন পরপোকারী ও আল্লাহওয়ালা ব্যাক্তি। তিনি যেকোন মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসতেন। মহান আল্লাহ তাকে দোয়া কবুল করেছেন বিধায় তার মৃত্যু পবিত্র মদিনা শরীফে হয়েছে এবং সাহাবীদের সাথে মদিনা শরীফের জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন করা হয়েছে। ব্যবসায়ীরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন