এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে পার্টনার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়

Daily Jugabheri
প্রকাশিত ২৬ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ২২:০২:২৬
সিলেটে পার্টনার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়

যুগভেরী ডেস্ক ::: কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, কৃষি কর্মকর্তারা দেশের মূল চালিকা শক্তি। তারা নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানব সেবা করারও সুযোগ লাভ করে। এ জন্য তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কৃষিতেই উন্নতি, কৃষিতেই সমৃদ্ধি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি ও কৃষকের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। কৃষির উন্নয়ন মানেই দেশের সামগ্রিক উন্নয়ন। সেই হিসেবে নতুন নতুন জাত উদ্ভাবন এবং রোপনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পতিত জমিকে চাষে আওতায় এনে দেশের খাদ্য স্বনির্ভরতা বাড়াতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর ধোপাদিঘীরপারস্থ খামারবাড়ীতে পার্টনার প্রকল্পের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, মহাপরিচালক সাইফুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড. মোঃ শাহিনুল ইসলাম, পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ মিজানুর রহমান।
মতবিনিময় সভায় ডিএই সিলেটের উপপরিচালক মোঃ খয়ের উদ্দিন মোল্লা, হবিগঞ্জের উপপচিালক মোঃ আক্তারুজ্জামান সহ পাটনার প্রকল্পের প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি খামারবাড়ি প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন