এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ২৫ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৯:৩৭:৫৬
ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

যুগভেরী ডেস্ক ::: ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি সিলেটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, আইবিবি পিএলসির জোন প্রধান মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রণয় দেবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্সট্রাক্টর আর এস, এম এম সোলায়মান আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদ্প্তরের আঞ্চলিক পরিদর্শক মো.ইকবাল চৌধুরী, সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখা প্রধান সৈয়দ মোহাম্মাদ নকিব হুসাইন, আল-আমিন জামেয়া ইসলামিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, হরিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নাজির আলী সরকার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, ভাদেশ্বর নাছির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি প্রভাষক রায়হান আহমেদ, সিনিয়র শিক্ষক ওয়াহিদুজ্জামান লিটন, কিংস্টার হাই স্কুলের প্রধান নির্বাহী পরিচালক এম.এন জামান নজমু, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল আহমেদ, দক্ষিণ সুরমা জহির তাহির মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত প্রমুখ।

প্রধান অতিথি বলেন, তোমরা স্বপ্ন বাস্তবায়নের পথে আছো। তোমাদের অনেক কাজ করতে হবে। এই প্রতিষ্টান তোমাদের জন্য একটা অবারিত সুযোগ। এখানে তোমরা তোমাদের ঘাটতিগুলো পূর্ণ করবে। তোমাদের কাজের মাধ্যমে আমরা মূল্যায়িত হবো। তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। জীবন গড়ার এই আঙ্গিনায় নিজেকে শাণিত করে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, তোমরা নিজেদের প্রস্তুত করো। যারা বিদায়ী তারাও শিক্ষকদের সঙ্গে আত্মিক একটি মেলবন্ধন রেখো। এক সময় এগুলোই স্মৃতির খোরাক যোগাবে। বিদায় অনুষ্ঠানের আয়োজন মানেই চিরতরে বিদায় নয়। এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। তোমাদের জন্য এই দোয়ার সবসময় উন্মুক্ত থাকবে।

পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা সভার শেষে ২০২০-২১ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়, শিক্ষার্থীদের অবিভ্যাক্তি প্রদান শেষে দোয়া মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন