এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে ৫ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ১১ নভেম্বর, সোমবার, ২০২৪ ২০:১৪:৩৬
বিয়ানীবাজারে ৫ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যুগভেরী ডেস্ক ::: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমাদের যুব সমাজ ক্রমশই নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদকের ভয়াবহতা ও নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। শুধু তাই নয়, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সামর্থ অনুযায়ী পৃষ্ঠপোষকতা দেয়া সচেতন নাগরিকের কর্তব্য।

তিনি সোমবার (১১ নভেম্বর) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া ফুটবল মাঠে ‘পাঁচ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

‘পাঁচ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর পরিচালনা কমিটির আহ্বায়ক মিছবাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৯নং মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, ৮নং তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ৭নং মাথিউরা ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, চারখাই ইউপি চেয়ারম্যান ও টুর্নামেন্টের পৃষ্টপোষক হোসেন মুরাদ চৌধুরী, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান ও পৃষ্টপোষক তুতিউর রহমান, শেওলা ইউপি চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক জহুর উদ্দীন, দুবাগ ইউপি চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক জালাল উদ্দিন, আলীনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক মনিরুজ্জামান মনির এবং খেলোয়াড় কল্যাণ সমিতি বিয়ানীবাজারের সভাপতি আবু তাহের প্রমূখ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজসেবী হারুনুর রশিদ, আবুল কালাম আজাদম, সিরাজুল ইসলাম, বজলুর রহমান, ‘পাঁচ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ পরিচালনা কমিটির মধ্য থেকে রেজওয়ান আহমদ রেজন, শামিম আহমদ সামুন, শামসুল হক, ছাদ উদ্দিন, চৌধুরী আবু সুফিয়ান, দুলাল আহমদ, জয়নুল ইসলাম, হাসান আহমদ, কাওছার আহমদ রয়েল, জুবের আহমদ, মোহাম্মদ তাজুল ইসলামম, দেলোয়ার হোসেন, ফয়সল আহমদ, শাহিন আহমদ, মোয়াজ্জিম হোসেন, ছয়দুর রহমান, কামাল উদ্দিন ও এস.এম মানিক প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন