এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

Daily Jugabheri
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৫:৩৩:৩৯
ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বলেন, ‘স্বাধীন পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাই। আমরা যে উদ্ধারকারীর জন্য অপেক্ষা করছিলাম ট্রাম্পই হবেন সেই ব্যক্তি। ’

ড. ইউনূস আরও বলেন, ‘তিনি আশা করেন ট্রাম্প মানবজাতির জন্য তিনি নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসবেন এবং মানবজাতিকে এমন স্থানে নিয়ে যাবেন যেখানে কেউ কখনো যায়নি। সত্যি কথা বলতে আমি ২০১৬ সাল থেকেই তার শুভাকাঙ্খী ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমার উষ্ণ সম্পর্ক থেকে আমি তাকে শুভ কামনা জানাই।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী হননি। তবে ম্যাজিক ফিগার ২৭০ ভোট থেকে মাত্র তিনটি ভোট দূরে তিনি। তার প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। তাই ট্রাম্পের জয়ের সম্ভানই প্রবল। এর মধ্যে ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ দিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন