এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্প

Daily Jugabheri
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৫:২৮:০৩
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্প

যুগভেরী ডেস্ক ::: আর মাত্র ৩ ইলেকটোরাল ভোট প্রয়োজন ডোলাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়ার ফল প্রকাশ হয়েছে। সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তার এ জয়ের মাধ্যমে ইলেকটোরাল কলেজের ২৬৭টি ভোট নিশ্চিত হলো।

যুক্তরাষ্ট্রের সাত দোদুল্যমান রাজ্য হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন। ডেমোক্র্যাট কমলা হ্যারিস বনাম রিপাবলিকান ট্রাম্পের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। এখনো পর্যন্ত প্রকাশিত ফলাফল বা এগিয়ে পিছিয়ে থাকার নিরিখে হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল কলেজ ভোট, ট্রাম্প পেয়েছেন ২৬৭টি। সংখ্যাগরিষ্ঠতা থেকে আর মাত্র ২২টি ইলেকটোরাল কলেজ ভোট দূরে আছেন ট্রাম্প। হ্যারিস ৪৭ দশমিক পাঁচ ও ট্রাম্প ৫১ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন। যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনিই জিতবেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন