যুগভেরী ডেস্ক ::: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ ও গণবিদ্রোহ বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র পুনঃনির্মান ও পুনর্গঠনের অধিকতর সুযোগ এনে দিয়েছে। এই গণঅভ্যুত্থান নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদ করে জাতীয় মুক্তির সূচনা করেছে। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রশ্নটি সমগ্র বাংলাদেশ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অভিপ্রায় অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় অভ্যুত্থানের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। অবিচার, বৈষম্য ও অপশাসনের বিরুদ্ধে এক নতুন বাংলাদেশের উত্থান-পর্বের সূচনা ঘটেছে, বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক নতুন জাগরণ ঘটেছে। তিনি আরো বলেন, শাসনকাঠামো ও শাসনপদ্ধতি পরিবর্তন করার ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। বিদ্যমান ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে দেশ শাসনে রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী ও সমাজশক্তির অংশীদারিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে, যা মূলত কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলবে। শুধুমাত্র দলীয়গণতন্ত্র দিয়ে বিদ্যমান সমাজের গণআকাঙ্ক্ষা পূরণ করা আর সম্ভব হচ্ছে না। এই জন্য দল কেন্দ্রিক গণতন্ত্রের পরিবর্তে আরও সম্প্রসারিত বা অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প রাজনীতি-মডেল বাস্তবায়ন করতে হবে। ‘অংশীদারিত্বের গণতন্ত্র ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করাই হচ্ছে-ছাত্র জনতার অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। এই ধরনের রাজনীতি ব্যবস্থাপনায় রাষ্ট্রকে অন্তর্ভুক্তিমূলক করবে এবং সমাজের সকল অংশের মানুষের আত্মবিকাশের সমান সুযোগ নিশ্চিত করবে।
তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এর ৫২ প্রতিষ্ঠা বার্ষিকীর ডাক ছাত্র-জনতার অভ্যুতানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ ভিত্তিক প্রজাতন্ত্র কায়েম কর এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সভাপতিত্বে ও প্রবাসী নেতা চৌধুরী শাহেদ কামাল টিটুর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, সিলেট জেলার সদস্য আব্দুল গফফার সুইট, রিয়াজ উদ্দিন আহমদ, আব্দুল মুজিব, মাসুক আহমদ, নাদিম আহমদ টিটু প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন