এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট সফরকালীন সবার উষ্ণ ভালোবাসায় এম এ মালেক এর কৃতজ্ঞতা প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত ২৫ অক্টোবর, শুক্রবার, ২০২৪ ২১:৪১:৫১

যুগভেরী ডেস্ক :::

দীর্ঘ ১৯ বছর পর মাতৃভূমি বাংলাদেশ ও জন্মভিটা সিলেট সফরকালীন সময় – আপামর জনসাধারণ যে অকৃত্রিম ভালবাসা দেখিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক ষ তিনি এক বিবৃতিতে সিলেটবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন – জন্মভিটা সিলেটে পৌঁছানোর পর থেকে সিলেটের জাতীয়তাবাদী আদর্শের সকল শ্রেণীপেশার মানুষ এবং দক্ষিণ সুরমা , ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সর্বস্থরের মানুষজন আমার সাথে দেখা করেছেন , খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি মুগধ কৃতজ্ঞ এবং আপ্লুত ষ অনেকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছেন, আমাকেও কাঁদিয়েছেন ষ গত ১৬ বছরের দুঃশাসনের করুন গল্প বলেছেন ষ আওয়ামী স্বৈরাচার দ্বারা ক্ষতিগ্রস্থ – অসংখ্য নেতাকর্মী তাদের দুঃখ , দুর্দশা , নিপীড়ন নির্যাতনের নানা কথা তুলে ধরেছেন – এসব কথা শোনে আমি স্তম্ভিত হয়েছি কষ্ট পেয়েছি হৃদয়ে রক্তক্ষরন হয়েছে ষ আমি তাদের আশ্বস্থ করেছি আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের সুশাসনের ষ সবাই ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ায় মনোযোগ দিতে উৎসাহ জানিয়েছি

একই বিবৃতিতে সফরকালীন সময়ে কিছু অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন ষ তিনি বলেন , র্দীঘদিন দেশের বাইরে থাকায় আমি অনেককেই চিনতে পারিনি ষ গত স্বৈরাচার আমলের দোসর , সুবিধাভোগী আমার অজান্তে আমার পাশে এসে ছবি তোলেছে ষ বিভিন্ন প্রোগ্রামে আমার পেছনের চেয়ারে গিয়ে বসেছে ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি দেয় ষ এদের আমি চিনতে পারিনি, না হলে অবশ্যই আমি তাদের বারণ করতাম ষ আমি সাচ্ছা জাতীয়তাবাদী সৈনিক – স্বৈরাচারের দোসর সুবিধাভোগীদের বিরুদ্ধে আমার লড়াই নিরন্তর ষ ভবিষ্যতে যেন এমনটি আর না হয় – আমি এবং সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোদ্ধা যারা আছে সবাই সজাগ দৃষ্টি রাখবেন l

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন