এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট সদর উপজেলায় চা শ্রমিকদের মাঝে ২৪ মেট্রিক টন চাল বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২২:২৮:০৩

যুগভেরী ডেস্ক :::

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেট জেলার সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান, দলদলি চা বাগান ও কেওয়াছড়া চা বাগানের দরিদ্র চা শ্রমিকদের মধ্যে ২৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে ১ হাজার ২ শত পরিবারের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়।
চা শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ না হওয়ায় এ কর্মসূচি গ্রহন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট অফিস।
জিআর চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন মুহম্মদ হিরন মাহমুদ, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ হিরন মাহমুদ, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুর রহমান
লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক আক্তার সহিদ, সিলেট ভ্যালি কার্যকরী পরিষদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা প্রমুখ।
জিআর চাল পেয়ে অসহায় দরিদ্র শ্রমিকরা উচ্ছাস প্রকাশ করেন এবং সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন