এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

গভীর নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি নিয়ে বিপাকে উপশহরবাসী

Daily Jugabheri
প্রকাশিত ২৩ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৭:০২:১৪

সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের শাহজালাল উপশহর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক উন্নয়ন ও বরাদ্দকৃত একটি আবাসিক এলাকা। এখানে দীর্ঘদিন যাবৎ পাইপ লাইনে পানি সরবরাহের কোন ব্যবস্থা ছিল না, যার দরুন বিভিন্ন আবাসিক বাসাবাড়ীর মালিকগণ বাধ্য হয়ে নিজ নিজ বাসাবাড়ীতে গভীর নলকূপ স্থাপন করেন। বর্তমানেও পাইপ লাইনে যে পানি সরবরাহ করা হয় তাও চাহিদার তুলনায় অপ্রতুল। এবারই প্রথমবারের মতো ব্যাপক হারে অত্র এলাকায় পূর্বে স্থাপনকৃত গভীর নলকূপ স্থাপনের ফি ও বকেয়া বার্ষিক নবায়ন ফি এর বিল প্রদান করা হচ্ছে। নলকূপ স্থাপনের অনুমতি ফি ও নবায়ন ফি এক সাথে প্রদান করায় বিপাকে পড়েছেন এলাকাবাসী । এরই প্রেক্ষিতে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর লিখিত আবেদন জানান শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের পক্ষে সহ-সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন রুবেল ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ লিটন। তারা লিখিত আবেদনে ২০২৪ইং সনে কেবলমাত্র নলকূপ স্থাপনের অনুমতি ফি ধার্য্য আদায় পূর্বক বকেয়া বার্ষিক নবায়ন ফি মওকুফ করে ২০২৫ ইং সাল থেকে নবায়ন ফি আদায়ের ব্যাপারে ২২ নং ওয়ার্ডবাসী তথা উপশহর এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে সিটির প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেন।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন