যুগভেরী ডেস্ক :::
সিলেট নগরীর রিকাবী বাজারে পুরাতন মেডিকেল কোয়ার্টারে একটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ প্রায় ১ লক্ষ্য ৬৫ হাজার টাকা, ১৫০ ইউএস ডলারসহ প্রায় ১২ ভরি বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় মালামাল লুঠ করে নিয়ে গেছে। এসময় বাসার বাসিন্দারা বাইরে ছিলেন। গত সোমবার (২১ অক্টোবর) নগরীর রিকাবী বাজারে পুরাতন মেডিকেল কোয়ার্টারের কল্পনা-১০ বিল্ডিংয়ে এ চুরির ঘটনা ঘটে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেলের কর্মরত সিনিয়র নার্স মিতালী রাণী পাল সরকারী ছুটি থাকায় গত শুক্রবার (১৮ অক্টোবর ) তার স্বামী রিকছন পালকে বাসায় রেখে পিত্রালয়ে বেড়াতে আসনে এবং গত রোববার ( ২০অক্টোবর ) তার স্বামী রিকসন পাল বাসায় না থাকায় পরদিন সোমবার বাসায় আসলে দেখতে পান ঘরের দরজায় থাকা তালা ভেঙ্গে চোরেরা আসবাবপত্র ভাংচুর করে সবকিছু এলোমেলো করে রেখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মামামাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন