এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২০:১০:৪৫

যুগভেরী ডেস্ক :::

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পি,পি) নিয়োগকে প্রত্যাখ্যান করে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেট ইউনিটের উদ্যেগে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। ফোরামের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এডভোকেট এ.টি এম ফয়েজ একজন বহুরুপি ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামীলিগ এর রাজনীতি থেকে বিএনপিতে আসলেও বিগত খুনি ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভুমিকা ছিল রহস্যজনক। দলে তার সাংগঠনিক নিষ্ক্রিয়তা,অনুপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের আইনী সেবা প্রদানে তার বিতর্কিত ভুমিকার কারনে একসময় আইনজীবি ফোরামের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি দীর্ঘ দুই বৎসর আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট হয়ে স্বপরিবারে স্থায়ী ভাবে আমেরীকায় পাড়ি জমান । গত ৫ আগষ্টের খুনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পি,পি হওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেন এবং সংশিষ্টদেরকে ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ন পদটি বাগিয়ে নেন। যা সিলেটের আইন অঙ্গনের সর্বস্তরের আইনজীবিদের মর্মাহত করেছে। নেতৃবৃন্দ সংশিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এটি এম ফয়েজকে পরিবর্তনের জোর দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন এড. হাসান আহমদ পাটওয়ারী রিপন, এড. আবু তাহের, এড, মোমিনুল ইসলাম, এড. সাইদ আহমদ, এড. এজাজ উদ্দিন, এড, আল আখলাস মুমিন, এড. উবাদুর রহমান ফাহমি, এড. শাহজান সিদ্দিকি, এড. আয়েশা সিদ্দিকা, এড, তানভীর আক্তার খান, এড. নজরুল ইসলাম, এড. আব্দুল মুকিত অপি, এড, আলী হায়দার ফারুক, এড. মিজানুর রহমান চৌধুরী, এড. মাহবুবুর রহমান, এড. সাজেদুল ইসলাম সজিব, এড. মোবারক হোসেন, এড. লিয়াকত আলী, এড.রব নেওয়াজ রানা, এড. নুর আহমদ, এড. আব্দুল হাই রাজন, এড.আব্দুর রাজ্জাক খান রাজ, এড. মুহিদুল হক, এড. শামিম আহমদ, এড. জামিলুল ইসলাম জামি, এড. হাবিব আহমদ, এড. মঞ্জুর এলাহী সামি, এড. আব্দুল হালিম রায়হান, এড. নাজমুল হুদা সাহান, এড. সাহেদ আহমদ, এড.মুমিনুল হক, এড.মোজাক্কির হোসেন, এড. নাছির উদ্দিন সাদিক, এড.রুহুল আমীন, এড. কামরুল আমিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন