এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক হেনার পিতার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

Daily Jugabheri
প্রকাশিত ১৫ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ০৩:১৯:০৮
সাংবাদিক হেনার পিতার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য হেনা বেগমের পিতা মো. আবদুল হামিদ (৬৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় নগরের আম্বরখানাস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  সাংবাদিক হেনার বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ।  এক শোক বার্তায় জানানো হয়, মরহুম মো. আবদুল হামিদ একজন সৎ ব্যবসায়ী ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক।  নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।উল্লেখ্য, সাংবাদিক হেনা বেগমের বাবা মো. আবদুল হামিদ ঘূর্ণি এলাকার বাসিন্দা এবং আম্বরখানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।  মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ এশা রোকেয়া কলবাখানী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে হযরত চাষনীপীর (রাহ.) কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।   প্রেসবিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন