এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

স্মাইল লার্নিং সেন্টারের উদ্যোগে দক্ষিণ কুশিঘাট এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১১ অক্টোবর, শুক্রবার, ২০২৪ ১৪:৫৭:২০
স্মাইল লার্নিং সেন্টারের উদ্যোগে দক্ষিণ কুশিঘাট এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক :::

সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডের স্মাইল লার্নিং সেন্টারের উদ্যোগে দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ কুশিঘাট এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি ফ্রী ঔষধপত্র দেওয়া হয়।
দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের সভাপতি রাসেল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন দিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মাইল লার্নিং সেন্টারের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আব্দুল হাছিব, বিশিষ্ট সমাজসেবী রুহুল আমীন, সোহেল আহমদ, বিলাল আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুস্তাক আহমদ, মোঃ ইমরান আহমদ, মোঃ মোবারক হোসেন টিপু, আব্দুল কাদির তুহিন, মাহবুব আলম, সহ-সাধারণ সম্পাদক তালাল আহমদ, মুস্তাফিজুর রহমান এপলু সায়েম আহমদ শুভ, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ইমন, অর্থ সম্পাদক সোহাগ আহমদ, সহ অর্থ সম্পাদক সাঈদ মোহাম্মদ জাহিদ, মোঃ ইউসুফ আলী সুয়েদ, আন্তর্জাতিক সম্পাদক মুহিবুল হোসেন সুজন, সহ-আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান তানভীর, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আব্দুল মালেক জয়, সহ-শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মাহফুজ আলম (পিপলু) পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াদ আহমদ, সহ-পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মান্না আহমদ ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ খোকন, সহ-ক্রীড়া সম্পাদক ইয়াছিন আলী রিফাত, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক তাহসিন আলী নিশাত, যুব সম্পাদক আরিফুর রহমান আরিফ সহ-যুব সম্পাদক মুজাহিদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফাহিম আহমদ (শুভন), সহ-সমাজ কল্যাণ সম্পাদক কাওছার আহমদ সাজন, ধর্ম সম্পাদক তানভীর হুসাইন, সহ-ধর্ম সম্পাদক: সারওয়ার জাহান মাহি, দপ্তর সম্পাদক রাকিব আহমদ, সহ-দপ্তর সম্পাদক ফাহিম রশিদ হিমেল, প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সহ-প্রচার সম্পাদক পলাশ আহমদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, মোঃ শামীম আহমদ, কাওছার আহমদ মারুফ, আব্দুল আলী সুজন, মারুফুর রহমান মাহদী আনহার আহমদ আনাছ, আরিফ আহমদ জয়, সাঈদ আহমদ, বিষ্ণু রবি দাস, অপু রবি দাস।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুস রুবেল বলেন, দীর্ঘ দিন ধরে দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘ নিবেদিতভাবে সমাজের সেবা করে আসছে। এই সংগঠনটি দক্ষিণ কুশিঘাট এলাকার উন্নয়ন ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। বিগত করোনা ও বন্যাসহ বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে দাড়িয়ে কাজ করেছে। তাদের তরুন একঝাক স্বেচ্ছাসেবক রয়েছে। স্মাইল লার্নিং সেন্টার সমাজের কল্যাণে সকল কার্যক্রম বাস্তবায়ন করছে। সবার সহযোগিতা নিয়ে আমরা লক্ষ্যপানে এগিয়ে যেতে চাই।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন