এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার কেক কাটা ও দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৮:৪০:৫৯
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার কেক কাটা ও দোয়া মাহফিল

 যুগভেরী ডেস্ক ::: গৌরব ও সাফল্যের ৩০ বছরে পদার্পন উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আম্বরখানা শাখার উদ্যোগে দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের আম্বরখানা শাখার সিনিয়র এভিপি ও ম্যানেজার মো: কয়ছর খান।
দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী নোমানী চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বারাকা পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ চৌধুরী, ব্যাংকের প্যানেল ল’ইয়ার এডভোকেট ইশতিয়াক আহমদ জায়গীরদার,খান ব্রাদার্স এর সত্তাধিকারী আখতার হোসেন খান, সিলেট খামারবাড়ীর প্রোপাইটার এডভোকেট নোমান আহমদ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আম্বারখানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান। এছাড়াও ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তা, কর্মচারী ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩০ বছর পদার্পনের কেক কাটেন অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে ব্যাংকের আম্বরখানা শাখার সিনিয়র এভিপি ও ম্যানেজার মো: কয়ছর খান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের অধীন একটি তফসিলী ব্যাংক হিসেবে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই শরীয়াহ্ প্রতিপালনের ক্ষেত্রে উত্তম অবস্থানে রয়েছে এ ব্যাংক। এ ব্যাংক আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, আগামীতেও এই ব্যাংক মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন