এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ২২ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৭:২০:২৭
গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান

যুগভেরী ডেস্ক ::: রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্স এর উদ্যোগে সংগঠনের প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল (২০ সেপ্টেম্বর শুক্রবার) বিকালে বালাগঞ্জ উপজেলা দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় মোরার বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় ক্রিয়েটিভ এডুকেশনে প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গহরপুর ব্লাড ফাইটার্স এর সভাপতি মোশাররফ হোসেন কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রবাসী সদস্য রায়হান আহমদ, রাজুল ইসলাম রাজু, জালাল আহমদ।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য পাবলুল হক, ফারহান আহমদ চৌধুরী, জাহিদ হাসান, কামরুল হোসেন, মাহদি আহমদ চৌধুরী, ইফতেহার হোসেন জুবেল, শাহ জাহান, সাইফুল ইসলাম, জাবির আহমদ, তাজুয়ার আহমেদ তানিম, সাগর আহমেদ, আবু সুফিয়ান, শাকিল আহমেদ, সুফিয়ান মিয়া, আব্দুল মোক্তাদির নাহিদ, আব্দুল কাইয়ুম রোহান, এস আই জামিল প্রমুখ।

রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্সের সকল সদস্যদের উদ্দেশ্যে সংবর্ধিত অতিথিরা বলেন, গহরপুর ব্লাড ফাইটার্সের সদস্যরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
রক্তদান সংগঠনের মত নিঃস্বার্থ কাজের পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মাদক মুক্ত সমাজ গড়ে তুলবে বলে আমরা আশা রাখি। ইনশাআল্লাহ আমরা সর্বদা তোমাদের সাথে আছি এবং তোমাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবো।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন