যুগভেরী ডেস্ক ::: খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী বলেছেন “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তীতে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে জাতী আজ ঐক্যবদ্ধ। রাষ্ট্রের সর্বত্র ফ্যাসিবাদের তৈরী জঞ্জাল সংস্কার করে দুর্নীতি মুক্ত রাষ্ট্র কাঠামো গড়তে ইসলামের কোন বিকল্প নেই। ইসলামই শান্তি ও মুক্তির একমাত্র গ্যারান্টি।”
আজ ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর ইউনাইটেড সেন্টারে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ষান্মাসিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সিলেট মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে মহানগর ও থানা শাখাসমুহের ষান্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা মূল্যায়ন, কেন্দ্র ঘোষিত দাওয়াত ও সাংগঠনিক মাসের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
শুরা অধিবেশনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা রওনক আহমদ, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, কে.এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, মাওলানা গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ প্রমুখ।
শুরার অধিবেশনে আগামী ৭ অক্টোবর উলামা সমাবেশ এবং ১৭ অক্টোবর সিলেট কোর্ট পয়েন্টে গণ-সমাবেশ কর্মসূচি ঘোষনা করা হয়। এছাড়াও অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে মাওলানা গোলাম রব্বানী কে সিলেট মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন