এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা

Daily Jugabheri
প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ ১৫:২৩:৩৪

যুগভেরী ডেস্ক ::: ভারতের ফরেন ট্রেড চেম্বার অব কমার্স, মেঘালয়া’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় ডাউকী-তামাবিল স্থল বন্দরে কয়লা ও পাথর আমদানী-রপ্তানী গতিশীল করণের লক্ষ্যে উভয় গ্রুপ একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয় । আন্তর্জাতিক বাজারে কয়লার মূল্য কমার ফলে বর্তমানে কয়লা আমদানী মূল্য কমানোর সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় এক্সপোর্টার নেতৃবৃন্দ আমদানী রপ্তানী ব্যবসায়ের সকল প্রতিবন্ধকতা দূর করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ফরেন ট্রেড চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইয়ং খংলা, সেক্রেটারি ড্যানিয়েল কংশিট সহ ২০ সদস্যের প্রতিনিধি দল ।
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, অর্থ-সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ, প্রচার সম্পাদক সোহেল আহমদ কার্যকরী সদস্য মোঃ শাহ আলম, মোঃ মনিরুল হক ও জুয়েল আহমদ। তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের পক্ষে আহবায়ক হেনরী লামিন, ফখরুল ইসলাম, বাবলু বখত, বুলবুল আহমদ, শাহপরান মিয়া, আব্দুল মান্নান, রাসেল আহমদ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন