এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ১৯:৪৯:০০
ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তাজপুরবাজারে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বৈষম্য বিরুধী আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ আবু তাহের মিসবাহ’র সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ উল্লাহ আনসারীর সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন, জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুহাম্মাদ মকবুল হোসাইন, জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক আলবাবুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু নাসির জাহেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহসিনুল হক কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা হাদিছুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল করীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলার সভাপতি মুহাম্মাদ জিয়াউল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি আহমদ রাজন তালুকদার, উসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী জুবায়ের আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন