এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জাফলংয়ে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

Daily Jugabheri
প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৪ ১৯:০৬:৫৩
জাফলংয়ে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

দূর্গেশ সরকার বাপ্পী : গোয়াইনঘাট (সিলেট) ::  সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাওয়া মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর নয়াগাঙ্গের পারে নিরাপদ স্থানে মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এর আগে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়া গাঙ্গের পাড় এলাকায় গত শুক্রবার রাত ৯ টার দিকে একজন লোক নদী পারাপারের সময় হঠাৎ লোহার টুকরো পায়ের নিচে পরলে নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। পানি দিয়ে ধুয়ার পর দেখা যায় এটি একটি মর্টারশেল। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি পুলিশের হেফাজতে নিয়ে আসে। সিলেটে সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল খায়রুন নাহার এর নেতৃত্বে মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল আমীন সহ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সহ গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন