বন্যার্তদের ফ্রী মেডিকেল সেবা প্রদান করেছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। মঙ্গলবার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে পাঁচাগাঁও ইউনিয়নের প্রায় সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের অর্থায়নে বন্যার্তদের জন্য সংগৃহীত ফান্ড থেকে ক্যাম্পের রোগীদেরকে ঔষধও প্রদান করা হয়।। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেনের প্রত্যক্ষ তত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পে চিকিৎসা সেবাদানে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোলাম রব মাহমুদ শোয়েব, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুইজ উদ্দিন চৌধুরী, চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইকবাল আহমদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. মো. ফজলুল হক সোহেল এবং শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তোফায়েল আহমদ। পাশাপাশি মেডিকেল অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাশিয়াত পূর্বা, ডা. লভেন্দু মোহন পাল, ডা. সাদাকাতুল ইসলাম সৈকত, ডা. শেখ লাবিব নেওয়াজ, ডা. জহিরুল ইসলাম এবং ডা. অন্তা বনিক। সহযোগিতায় ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ঝাঁক তরুণ শিক্ষানবিশ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীবৃন্দ। পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় যুবকবৃন্দের প্রত্যক্ষ সহায়তায়। বন্যাদুর্গতদের চিকিৎসায় এগিয়ে আসায় এলাকাবাসী ‘জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল’ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন