এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন টিভি রানারে নিয়োগ পেলেন সাংবাদিক শিপু

Daily Jugabheri
প্রকাশিত ৩১ আগস্ট, শনিবার, ২০২৪ ১৯:৫৭:২১

যুগভেরী ডেস্ক ::: যুক্তরাজ্যে বসবাসরতো বাঙালি কমিউনিটির মধ্যে সবচেয়ে জরপ্রিয় অনলাইন টেলিভিশন রানারে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নুরুল হক শিপু। এখন থেকে তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহাম মিডল্যান্ডে নিউজ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করবেন।  ৩১ আগস্ট রানারের ডিরেক্টর ও সিইও আ. স. ম মাসুম তাকে এ নিয়োগ প্রদান করেন।   নুরুল হক শিপু ২০০৮ সালে তৎকালিন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক  সিলেট সংলাপ, দৈনিক আলোকিত সিলেট, দৈনিক যুগভেরীতে নিজস্ব প্রতিবেদক এবং সর্বশেষ টানা ৮ বছর দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এবং চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন।  ২০১২ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে প্রশিক্ষন সম্পন্ন করে একই বছর জাতীয় দৈনিক আজকালের খবরে সিলেটের ব্যুরো প্রধান এবং ২০১৪ সাল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের জনপ্রিয় দৈনিক আমাদের সময়ে সিলেট জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।  নুরুল হক শিপু বর্তমানে সিলেট তথা দেশের জনপ্রিয় অনলাইন সিলেট ভিউ ২৪ ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধির দায়িত্বে রয়েছেন।  তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক নির্বাচিত নির্বাহী সদস্য এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও।  নুরুল হক শিপু রানার টেলিভিশনের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন