এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিমানবন্দর থানা কৃষকদলের কমিটি গঠন

Daily Jugabheri
প্রকাশিত ২৮ আগস্ট, বুধবার, ২০২৪ ১৫:৩২:৪৫
বিমানবন্দর থানা কৃষকদলের কমিটি গঠন

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী কৃষকদল, সিলেট মহানগর কৃষকদলের আহবায়ক এবং সিলেট সিটি কর্পোরেশনে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন বলেছেন, বিএনপি সবসময় কৃষক-শ্রমিকদের কল্যাণে রাজনীতি করেছে। বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছে বিএনপি। অবশেষে ছাত্র-জনতার ঐক্যের ফলে স্বৈরাচার হাসিনার কবল খেকে মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ। এ স্বাধীনতার সুফল পেতে বাংলাদেশের কৃষকসহ সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল দেশপ্রেমিক শক্তি একত্রিত হলেই কেবল আধিত্যবাদীদের কবল থেকে মুক্ত থাকবে বাংলাদেশ।
গত সোমবার (২৬ আগস্ট) বাদ মাগরিব জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের বিমানবন্দর থানা শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ কে এম শাহজাহানের সভাপতিত্বে ও শাহ আলম আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক মানিক মিয়া, জেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আলী লাহীন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, মহানগর কৃষকদল নেতা নুরুল ইসলাম, মো. রায়হান আহমদ ও শেখ লুৎফুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন শফিক আহমদ চৌধুরী, আকির হোসেন, পলাশ আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় এ কে এম শাহজাহানকে আহবায়ক, শাহ আলম আলীকে সদস্য সচিব, শফিক আহমদ চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আব্দুল্লাহ মিয়া, আকির হোসেন, পলাশ আহমদ চৌধুরী ও বেলাল আহমদকে যুগ্ম আহবায়ক করে সিলেট মহানগর বিমানবন্দর থানা কৃষকদলের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন