এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জন্মাষ্টমী আয়োজনের উদ্বৃত্ত অর্থ বন্যার্তদের মধ্যে বিতরনের সিদ্ধান্ত : সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ

Daily Jugabheri
প্রকাশিত ২৪ আগস্ট, শনিবার, ২০২৪ ২৩:৪৬:২৫
জন্মাষ্টমী আয়োজনের উদ্বৃত্ত অর্থ বন্যার্তদের মধ্যে বিতরনের সিদ্ধান্ত : সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ

সনাতন ধর্মের প্রাণ পুরুষ পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে  ২৪ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় মীর্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সদস্য সচিব মিহির দেব এর পরিচালনায় এবং উদযাপন পরিষদের আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে এই সভায় আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।  চলমান বন্যা পরিস্থিতির জন্য এবারের আয়োজন অনাড়ম্বর ভাবে পালন এবং অনাড়ম্বর জন্মাষ্টমী আয়োজনের উদ্বৃত্ত অর্থ বন্যার্তদের মধ্যে বিতরনের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী ২৬ আগস্ট ২৪ সোমবার দিনব্যাপী আয়োজনে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি সহ নগর পরিক্রমা, দুপুর ২ টায় থাকবে মহাপ্রসাদ বিতরন, বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শ্রী কৃষ্ণের লীলা সংকীর্তন, রাত ১১ টায় শ্রী কৃষ্ণের বিশেষ পূজা এবং ১২.০১ মিনিটে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব স্মরণে প্রতি হিন্দু গৃহে ও দেবালয়ে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি। দিনব্যাপী ভাগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে অনাড়ম্বর আয়োজনে সকলকে উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন – শাবিপ্রবি ড. হিমাদ্রী শেখর রায়,বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ,প্রদীপ কুমার দেব,বিজয় কৃষ্ণ বিশ্বাস,কৃপেশ পাল,এডভোকেট রঞ্জন ঘোষ,সুব্রত দেব,এডভোকেট শংকর কুমার দেব,এ্যাডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দ্বীপক কুমার দাশ,নির্মল কুমার সিনহা,বিশ্বজিত গুণ, অপরেশ দাশ অপু,রাখাল দে,জিষ্ণু কুমার দাস,শিশির রায়,সুশেন দে,হিমেল তালুকদার, অপূর্ব কুমার দাস,অর্জুন ঘোষ,এড. দেবব্রত চৌধুরী লিটন,দিপন আচার্য্য,রজত চক্রবর্তী,সুকান্ত গুপ্ত, সুমন্ত গুপ্ত প্রমুখ। দিনব্যাপী সকল আয়োজনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে ভক্তবৃন্দের সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন