এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

Daily Jugabheri
প্রকাশিত ১৫ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ২১:২৭:২৩

যুগভেরী ডেস্ক ::: গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৫ বছর আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেশে বাকশাল কায়েম করে। অবৈধভাবে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে বিরোধী নেতাকর্মীদের খুন-গুম, হামলা-মামলা নির্যাতন চালিয়েছে। শেষ সময়ে এসে ছাত্রজনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলীবর্ষণ করের শতশত নিরীহ মানুষকে হত্যা করেছে। ছাত্রজনতার উপর গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগঁড়ায় দাঁড় করাতে হবে।

তিনি বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে গোয়াইনঘাটে বিএনপি অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে উক্ত অবস্থান অবস্থান কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ওসমান গনি, সাবেক সহ সভাপতি মদরিস আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী ফখরুল ইসলাম, সহ-সভাপতি ওসমান গনি মেম্বার, সহ-সভাপতি আব্দুল মালিক, সহ-সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খালেদ আহমদ, জাহিদ খাঁন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া ছাত্তার, সদস্য সচিব সাহাব উদ্দিন শিহাব, উপজেলা উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সদস্য সাহেদ আহমেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক এডভোকেট সাহেদ আহমেদ, সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রাসেল আহমেদ, সদস্য সচিব মুসলিম উদ্দিন প্রমুখ। কর্মসূচীতে উপজেলার প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন