যুগভেরী ডেস্ক ::: ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর পাল্টে যায় সিলেটসহ সারা দেশের দৃশ্যপট। শেখ হাসিনার দেশ ছাড়ার খবর চাউর হওয়ার পর মুহুর্তে আত্মগোপনে চলে যান সরকারের মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা। এদিকে, গত কয়েকদিন থেকে সিলেটসহ সারা দেশে হিন্দু ধর্মালম্বীদের ব্যানারে তাদের বাসা-বাড়ি ও মন্দিরে হামলা করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ করছেন। গতকাল রবিবার (১১ আগস্ট) বিকালে সম্মীলিত সনাতনী ছাত্র সমাজের উদ্যোগে সিলেট মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে সিলেটে সাধারণ হিন্দুদের উপর বা তাদের বাসা-বাড়িতে এখন পর্যন্ত কোনো হামলা হয়নি বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ।
এছাড়া কোথাও কোনো মন্দিরে হামলার ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে সংগঠনটি। বরং হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরের নিরাপত্তায় পাড়ায় পাড়ায় মাইকিং করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ৫ আগস্টের রাত থেকে অনেক মন্দিরে মুসলিমরা পাহারা দিচ্ছেন- এমন দৃশ্যও দেখা গেছে। ছাত্র আন্দোলনের নেতারাও মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাহস ও আশ্বাস দিচ্ছেন।
এদিকে, ওই থেকেই সিলেটের বিভিন্ন মন্দিরে হামলার গুজব ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা পাওয়া যায়নি। হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরের নিরাপত্তায় ৫ আগস্ট রাত থেকেই পাড়ায় পাড়ায় মাইকিং করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক মন্দির পাহাড়াও দিচ্ছেন রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদারাসার ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাহস ও আশ্বাস দিচ্ছেন।
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার জানামতে- সিলেটে এখন পর্যন্ত সাধারণ কোনো হিন্দু আক্রান্ত হননি। ঢালাওভাবে হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে- এমন কথা গুজব। দেশ শান্তিতে থাকুক- আমরাও এটাই চাই।’নিজ ধর্মেল সবাইকে গুজব এড়িয়ে চলার পরামর্শ দেন ওই হিন্দু সংগঠনের নেতা।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন