এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অন্তবর্তীকালীন সরকারকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

Daily Jugabheri
প্রকাশিত ০৯ আগস্ট, শুক্রবার, ২০২৪ ২১:০৩:৫৬
অন্তবর্তীকালীন সরকারকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

যুগভেরী ডেস্ক ::: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করায় শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

নতুন সরকারের শপথ গ্রহণের পর এক বিবৃতিতে এ অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

পাশাপাশি বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ নতুন সরকারের নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত জনজীবনে স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে আসবে বলে আশাপ্রকাশ করেন।

বিবৃতিতে আশাপ্রকাশ করে বলা হয়, দেশে বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করে অন্তবর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টিও নিশ্চিত করবে, যাতে দুর্নীতি-অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদকর্মীদের কলম প্রতিবন্ধকতার মুখে না পড়ে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন