এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত ১৬ জুলাই, মঙ্গলবার, ২০২৪ ২২:২২:০৫
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

যুগভেরী ডেস্ক ::: সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নেতৃত্বে ঐতিহাসিক সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে ১৬ জুলাই বেলা দেড়টায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শহিদমিনার পর্যন্ত অনুষ্ঠিত হয়। মিছিলে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ফেডারেশনের নেতৃবৃন্দ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। মিছিল থেকে একাত্তরের চেতনা বিরোধী, জয় বাংলা স্লোগান বিরোধী, বাঙালির চেতনা বিরোধী অপশক্তিকে মোকাবেলার কথা তোলা হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে যুদ্ধাপরাধী শক্তি, একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্র সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করার ঘোষণা দেয়া হয়। সিলেট মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বক্তব্য বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে কোন ষড়যন্ত্র দেশের সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করবে। তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে আল- বদর রাজাকারের এজেন্ডা বাস্তবায়ন করা বাংলাদেশের চলবে না। বক্তারা বলেন শিক্ষার্থীদের যেকোনো নায্য আন্দোলন, অধিকার নিয়ম তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আদায় করা সম্ভব।আজকের শিক্ষার্থী ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ষড়যন্ত্রকারীরা একটি নিয়ম তান্ত্রিক আন্দোলনকে তাদের এজেন্ডা বাস্তবায়নের পথ হিসেবে বেছে নিয়েছে। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন।

বক্তারা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা বিধানে সরকারের প্রতি অনুরোধ জানান। নেতৃবৃন্দ দেশ বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, বাংলাদেশ নিত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই প্রমুখ।

এছাড়া সমাবেশের সংহতি জানিয়ে উপস্থিত বাংলাদেশ আবৃত্তি সমন্বয়ে পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুকাদ্দেস বাবুল সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, ঘাতক দালান নির্মূল কমিটির সভাপতি এড. কিশোর কুমার কর, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের নুরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা প্রতিক এন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী, নাট্য সংঘটক খোয়াজ রহিম সবুজ, সংস্কৃতিক সংগঠক বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, নাট্য সংঘটক সুরাইয়া জামান, হুমায়ুন কোভিদ জুয়েল, এখলাছ আহমদ তন্ময়, ধ্রুবজ্যোতি দে,নাহিদ পারভেজ বাবু, বাউল শিল্পী বিরহী কালামিয়া, বাউল পথিক রাজ, বাউল লাল মিয়া, পুঁথি শিল্পী খোকন ফকির।

সংহতি জানিয়ে আরো উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালি মিন্টু, সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মোহাম্মদ আক্কাস খান,একাত্তরের ঘাতক দালান নির্মূল কমিটির সভাপতি এড. কিশোর কুমার কর,সহ- সভাপতিঃ আব্দুল কাদির,সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোস্তফা দিলওয়ার আল আজহার, বদরুল ইসলাম বদরু, আবুল মহসিন চৌধুরী মাসুদ, কালাম আহমদ, বিপ্নু দাশ বিশু বিত্রুম, আব্দুল কাইয়ুম জুয়েল এড. দিদার আহমদ, নুরুজ্জামাণ জুয়েল, পিংকূ আব্দুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন