এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এরশাদ’র ৫ম মৃত্যুবার্ষিকীতে বন্যা দুর্গত এলাকায় জাপার ত্রাণ বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১৪ জুলাই, রবিবার, ২০২৪ ২১:১৬:৩৭
এরশাদ’র ৫ম মৃত্যুবার্ষিকীতে বন্যা দুর্গত এলাকায় জাপার ত্রাণ বিতরণ

যুগভেরী ডেস্ক ::: প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ করেছে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা। রোববার (১৪ জুলাই) সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে জাতীয় পার্টি চেয়ারম্যান রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদ এর নির্দেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী বন্যাকবলিত সিলেট জেলার বিভিন্ন জনপদ সরেজমিন পরিদর্শন এবং তিন হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে এডভোকেট এম এ সালেহ চৌধুরী সকাল থেকে রাত পর্যন্ত দুর্দশাগ্রস্ত নারী, পুরুষ, শিশু, কিশোর এবং অশীতিপর মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এডভোকেট কবির আহমদ ও কেন্দ্রীয় সদস্য জামাল মিয়া, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি লিয়াকত আলী খান, গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রব, জেলা জাতীয় পার্টি নেতা ফারুক সরকার, জকিগঞ্জের জাতীয় পার্টি নেতা আব্দুল আহাদ, শামিম আহমদ, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সহ-সাধারণ সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, মোগলাবাজার থানা জাতীয় পার্টি নেতা লায়েক আহমদ, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর শাখা সভাপতি মুজাম্মেল হুসেইন বাদশাহ, শ্রমিক পার্টি জকিগঞ্জ উপজেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন, যুব সংহতি মহানগরীর সদস্য সচিব মাহফুজ আহমদ কবির প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন