এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রথযাত্রা ও পুনঃ রথযাত্রা উপলক্ষে সিসিকের অনুদান প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ০৪ জুলাই, বৃহস্পতিবার, ২০২৪ ২০:২৫:৩২
রথযাত্রা ও পুনঃ রথযাত্রা উপলক্ষে সিসিকের অনুদান প্রদান

যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও পুনঃ রথযাত্রা উপলক্ষে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টায় নগর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র মোঃ মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টেলিকনফারেন্সে যুক্ত হোন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সার্বিক সহযোগিতা করবে সিলেট সিটি কর্পোরেশন। সনাতন ধর্মবলম্বী ভাই—বোনরা যাথে নির্বিগ্নে রতযাত্রা পালন করতে পারেন সে ব্যাপারে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও আলাপ হয়েছে।

তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় ঐতিহ্যের সাথে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়ে আসছে দীর্ঘকাল থেকে। এ অনুষ্ঠানমালায় সব ধরণের সহযোগিতা করবে সিসিক।

এসময় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও পুনঃ রথযাত্রা উপলক্ষে অনুদান প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সিটি কর্পোরেশন সচিব আশিক নূর, মহানগর উপ পুলিশ কমিশনার গোলাম দস্তগীর, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি রজত কান্তিগুপ্ত, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সিংহ, গৌতম চক্রবর্তী প্রমুখ।—বিজ্ঞপ্তি

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন