এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে  বানবাসি মানুষদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন  ইমরান আহমদ এমপি

Daily Jugabheri
প্রকাশিত ০২ জুন, রবিবার, ২০২৪ ১৮:০৭:১৪
গোয়াইনঘাটে  বানবাসি মানুষদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন  ইমরান আহমদ এমপি

নিজস্ব প্রতিনিধি গোয়াইনঘাট
জাতির জনক বঙ্গবন্ধুর মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণের জন্য জীবনকে উৎসর্গ করার অঙ্গীকার করেছেন। আওয়ামী লীগ দুঃখী মানুষের দল।  সিলেটের গোয়াইনঘাটে বন্যার পানি নেমে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও এলাকা পরিদর্শন করে বলেছেন, যে সকল এলাকার ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল এলাকায় বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের জন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাই আপনাদের পাশে বন্ধু হিসেবে, স্বজন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি।
গতকাল রবিবার (২মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা এসেছি। বন্যার পানি নামার সাথে সাথে বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগ দেখা দিতে পারে এজন্য সকলেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বন্যার পানি কমে যাওয়ার পর পরই দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন