যুগভেরী ডেস্ক ::: আগামী ১ জুলাই সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের তিন দশক পূর্ণ হবে। তিন দশক উদ্যাপন উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। বর্ষব্যাপী অনুষ্ঠান ১ জুলাই ২০২৪ থেকে শুর হয়ে সমাপনি হবে আগামী বছরের জুলাই মাসে। গতকাল সন্ধ্যা ৭ টায় সোপান কার্যালয়ে সোপান পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি এবং তিন দশক উদ্যাপন উপ-পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং তিন দশক উদ্যাপন উপ-পরিষদের আহ্বায়ক বিশ্বনাথ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন সোপান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি শাহীন আহমদ, সম্পাদক (একাডেমিক) তপন চৌধুরী, সম্পাদক (অর্থ) বিধান চন্দ্র দেব চয়ন, সদস্য শ্যামল চন্দ্র দে, সদস্য আব্দুল মালিক, সদস্য এন যোগেশ্বর অপু, সদস্য মিজানুর রহমান মিজান। বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, সোপান প্রতিষ্ঠার তিন দশক উদযাপন অনুষ্ঠান এক বৎসর ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ২ দিনব্যাপী। উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ জুলাই বিকেল ৪ টায় শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মকসুদ বখ্ত এবং সোপনের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা অঞ্জন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা (সকলের জন্য উন্মুক্ত), আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা। এছাড়া ৫ জুলাই সকাল ১০ টায় সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের চারু বিভাগের ছাত্র-ছাত্রীদের চিত্র প্রদর্শনী , বিকেল ৫টায় আলোচনা সভা, শিশু পত্রিকা প্রকাশ, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। বিগত তিন দশকে সোপানের সাথে সস্পৃক্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ২ দিন ব্যাপী রি-ইউনিয়ন এবং সোপানে বিগত সময়ের বিভিন্ন প্রকাশনার অভিন্ন স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া বছরব্যাপী বিভিন্ন সময়ে চারু বিভাগের ছাত্র- ছাত্রীদের আউট ডোর ক্লাশের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তী সভায় অন্যান্য কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন