এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সীমান্ত জনপদ গোয়াইনঘাটে সরব নতুন মুখ : ভোটারদের আলোচনা

Daily Jugabheri
প্রকাশিত ১৬ মে, বৃহস্পতিবার, ২০২৪ ০১:০৭:৫৭
সীমান্ত জনপদ গোয়াইনঘাটে সরব নতুন মুখ : ভোটারদের আলোচনা

দূর্গেশ সরকার বাপ্পী প্রতিনিধি গোয়াইনঘাট : সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাটে ৬ষ্ঠ উপজেলা  পরিষদ নির্বাচনে সিলেটের ২য় ধাপে  উপজেলা পরিষদ নির্বাচন  যত ঘনিয়ে আসছে  চলছে সাধারণ ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা  ।  এবার নির্বাচনে দলীয় প্রতীকী না থাকার কারণে, ভিন্নভাবে হিসাব করছেন  সাধারণ ভোটারা।  নতুন মুখ নিয়ে হাট বাজার, চায়ের স্টল থেকে শুরু করে সব জায়গাতেই আলোচানায় এখন উপজেলা নির্বাচন নিয়ে।  আলাদা আলাদা সভা সমাবেশ, গণসংযোগে ও অনলাইন সামাজিক মাধ্যমে প্রচারের পিছিয়ে নেই প্রার্থীদের কেউ। তাদের মধ্যে ভোটের মাঠে ব্যাপক সাড়া ফেলেছেন নতুন মুখ,  যেকোন মূল্যে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন থাকতে চান তারা।  এইতো আর কদিন বাদেই অনুষ্ঠিত হবে ২য় ধাপে উপজেলা  নির্বাচন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে গণসংযোগ করছেন । নানা প্রত্যয় ব্যক্ত করে প্রচারণা চালাচ্ছেন,  এরই মধ্যে এলাকার  বিভিন্ন দলের লোকজন, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেনী-পেশার লোকজনকে সাথে নিয়ে ধারাবাহিকভাবে পথ সভা করে যাচ্ছেন প্রর্থীরা।   যে সকল  প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন, এক-পা দু-পা করে সবাই প্রচারণায় ব্যস্ততা বাড়ছে।   প্রার্থীদের নানা কৌশলে নির্বাচনে প্রচার চলছে ভোট যুদ্ধে লড়াইয়ে। নতুন প্রার্থীরাও এবার শক্ত করে কোমর বেধেছেন। যে করেই হোক জয় তাদের চাই।   কিন্তু সময় যত ঘানিয়ে আসছে  মাঠের আয়তন কমছে প্রার্থীদের। পাড়া ও গ্রাম্য হাট বাজার, চায়ের স্টল থেকে শুরু করে সব জায়গাতেই আলোচানায়   হিসাব /নিকাশে ব্যস্ত সাধারণ ভোটারা।  সাধারণ  ভোটাররা বলছেন, বর্তমান যে পরিস্থিতি প্রার্থীদের সামনে,  প্রার্থীকে নিজের ঘর ও বাইরে একাই লড়তে হচ্ছে।  দলীয় প্রতীক না থাকায় নির্বাচনী যুদ্ধ এবার কঠিন। আবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর সঙ্গেও হিসেবটা খারাপ হবে না বলছেন ভোটারা। সব মিলিয়ে  ভোট যোদ্ধে  কঠিন হতে চলেছে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রর্থীদের।  চেয়ারম্যান পদে গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও  সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ ফারুক আহমদ ও  সিলেট জেলা বিএনপির বহিস্কৃত  কোষাধ্যক্ষ গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।   চেয়ারম্যান প্রার্থীদের আলোচিত দুই প্রার্থীর মধ্যে ব্যাপক ভোট যুদ্ধ হবে। তবে শেষে চমক হয়ত দেখাতে পারেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।  সবচেয়ে লড়াই হবে, ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে জন্য, গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক  সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট পশ্চিম উপকমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সাংবাদিক  মো: ইসমাইল আলী,।   তবে আলোচনায় আছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, তবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আসতে পারে নতুন মুখ, শেষ চমক দেখাতে পারেন কুতুব উদ্দিন।  মহিলা ভাইস চেয়ারম্যান ( মহিলা) পদে  প্রার্থীরা হলেন  গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান  মোছা: আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি এবং মরিয়ম বেগম।   বর্তমান ও সাবেক এবং নতুন মুখ নিয়ে হাট বাজারে  চা দোকানে আলোচনায়  ঝড় তোলছেন সাধারণ ভোটাররা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন