এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে প্রবাসীদের বাসায় ডাকাতি

Daily Jugabheri
প্রকাশিত ১৫ মে, বুধবার, ২০২৪ ০৪:১৪:২৪
গোলাপগঞ্জে প্রবাসীদের বাসায় ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ
সিলেটের গোলাপগঞ্জে প্রবাসীদের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বাসায় থাকা তাদের অসুস্থ ভাই ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় ডাকাতরা। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের বটরতল বাজারস্থ ক্লাসিক্যাল কমিউনিটি সেন্টারের দুতলায় অবস্থিত বাসায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জন ডাকাত বাসার কলাপসিবল গেট ভেঙে ঢুকে ঘরে থাকা প্রবাসীদের ভাই আলাউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
আলাউদ্দিনের চাচাতো ভাই মো. জহুরুল ইসলাম মকর বলেন- ‘আমার চাচাতো ভাই আলাউদ্দিন বিভিন্ন রোগে বেশ অনেকটা অসুস্থ। তিনি দেশে থাকেন ও তাঁর দুই ভাই প্রবাসে থাকেন। ৮-১০ জনের ডাকাত দল তাদের বাসায় হানা দিয়েছিলো। তাদের হাতে ধারালো অস্ত্র ছিলো। সবাইকে বেঁধে ডাকাতরা স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন- খবর পেয়েই আমাদের পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন