এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভায় শ্রমিকদের যথাযথ মূল্যায়ন দাবী

Daily Jugabheri
প্রকাশিত ০৩ মে, শুক্রবার, ২০২৪ ০০:৩৪:৫৯

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটস্থ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভার শুরুতে সারা বিশ্বে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আত্মদানকারী শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, ১৮৮৬ খ্রিষ্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে রাজপথে নামে। এসময় পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। তারপর সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।  বক্তারা আরও বলেন, আজ এতো বছর পরেও সংবাদকর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য মজুরী থেকে বঞ্চিত রয়েছে। আজকের এই দিনে আমরা শ্রমিকদের অধিকার আদায়ে আত্মদানকারী সেইসব শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের যথাযথ মুল্যায়নের দাবী জানাই।  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সদস্য মোহাম্মদ আব্দুল মালেক, শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর তালুকদার ও হাবিবা আক্তার।  এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সহ বিভিন্ন উপ-কমিটির কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন