এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা ? 

Daily Jugabheri
প্রকাশিত ২৫ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৪ ২০:২০:৩৭
গোয়াইনঘাটে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা ? 

নিজস্ব প্রতিনিধি গোয়াইনঘাট(সিলেট)  : সিলেটের গোয়াইনঘাট উপজেলার  তোয়াকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জাংগাইল দক্ষিণ পশ্চিম মাঠে বুধবার  দিনগত ভোর রাতে দিন মজুর আসাব আলী (৫০)নিজস্ব  জমির ৩ বছর বয়সের ২০০টি সাদা আকাশী গাছ পূর্ব শত্রুতার জের ধরে কেটে ফেলেছে দূর্বৃত্তরা।  আসাব আলী জানান, কেনা জমিতে  গাছ লাগিয়ে আমি ও আমার পরিবার বিগত ৩ ছর ধরে বাগানের পরিচর্যা করে আসছি। ঘটনার দিন ভোর  রাতে আমি বাগানের খালের কাছে মাছ ধরতে গেলে গাছ কেটে ফেলা দেখতে  পেযে দ্রুত বাগানে ছুটে এসে দেখি আমার বাগানের গাছগুলো কেটে ফেলছে তারা। পরে আমি কে আমার গাছ কাঠে বলে চিৎকার করিলে একই গ্রামের বাসিন্দা সোনাফর আলীর  ছেলে জিল্লাম (৪৫), তায়েব(৪৭) এমন সময় তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তাদের হতে থাকা দা, নিয়ে আমার দিকে তেড়ে আসে। এরপর বিবাদীগনের  আমাকে প্রাণনাশের  চেষ্টা  করে। আমি প্রাণ রক্ষার ভয়ে দৌড়ে অন্যএকজনে বাড়িতে আশ্রয় নেই । পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।   তিনি আরও বলেন, এ গত ১৪ /১৫ দিন পূর্বে আমার একটা পাইপ নিয়ে আমি একটা অভিযোগ দায়ের করি সালুটিকর পুলিশ তদন্তের ইনচার্জ এর কাছে , তদন্তের ইনচার্জ  সহ এলাকার গন্যমান্য  মুরোব্বী  সহ বিষয়টি নিষ্পত্তি করছিলেন।কিন্তু সেই শত্রুতায় জেররে ধরে এমন ঘটনা করছে বিবাদিরা।   বাগান মালিক আসাব আলী  বলেন, এলাকায় সবুজের ছায়া দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এই স্বপ্ন ধ্বংস করে দিল।   এলাকাবাসীর সাথে কথা বলে মুরব্বি মো:মোশাহিদ আলী,খালিক মিয়া,নাজিম উদ্দিন ও আতিক মিয়া জানান, সোনাফর আলীর  ছেলে জিল্লাম (৪৫), তায়েব(৪৭) এলাকায় দাঙ্গাবাজ তাদের অন্যায়ের  প্রতিবাদ করলে সেই ব্যাক্তিকে প্রান নাশের হুমকি দেয়।    আমাদের জানা মতে আসাব আলী নীরীহ ও সরল প্রকৃতি লোক গ্রামে কারও সঙ্গে বিরোধ নাই।    ববাদীরা অবৈধ ভাবে  গাছ গুলো কেটে ফেলেছে ও জমি দখল করার পাইতারা করছে তারা। আমরা সঠিক বিচার দাবি করছি।   এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে। বুধবার ভোর রাতে পূর্ব শত্রুতার জের ধরে ঐ জমিতে লাগানো সাদা আকাশী গাছ গুলোর মধ্যে ২০০টি  গাছ কেটে প্রায় আড়াই / তিন লাখ টাকা ক্ষতিসাধন করা হয়েছে। এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র দেব বলেন, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন