এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নগরীতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

Daily Jugabheri
প্রকাশিত ২৩ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ১৯:১০:০৫
নগরীতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

যুগভেরী ডেস্ক ::: নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। ফুটপাত দখল করে অবৈধ ভাবে ব্যবসা করার দায়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ^জিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।  মঙ্গলবার (২৩ এপ্রিল) নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টায় কালীঘাট, বন্দরবাজার এবং তালতলা এলাকায় এ অভিযান করে সিসিক কতৃর্পক্ষ।  কালীঘাট এলাকায় পিঁয়াজ এবং আলু ব্যবসায়ীদের সুরমা নদীর পাড়ে ময়লা আবর্জনা না ফেলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন সিসিকের আভিযানিক দল।সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, সিসিকের নিয়মিত অংশ হিসেবে মঙ্গলবার নগরীর কালীঘাট, বন্দরবাজার এবং তালতলা এলাকায় এ অভিযান চালিয়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা জনভোগান্তি ও ফুটপাত দখল করে অবৈধ ভাবে ব্যবসা করবে তাদেরকে জরিমানার আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।  এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন