এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইউসেপ সিলেট অঞ্চলের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৫ এপ্রিল, শুক্রবার, ২০২৪ ০১:৫৯:৩৩
ইউসেপ সিলেট অঞ্চলের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

ইউসেপ সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট হতে “শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর” শীর্ষক প্রকল্পের” অধীনে জানুয়ারি-মার্চ ২০২৪ ব্যচে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে বটেশ্বরস্থ ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ইউসেপ বাংলাদেশ এর সম্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক মো: কাইউম মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় শ্রম দপ্তর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন ইউসেপ বাংলাদেশ এবং ইউসেপ সিলেট অঞ্চলের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন পাশাপাশি ইউসেপ স্কুলের কৃতি শিক্ষার্থীদের কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। পরিশেষে তিনি কৃতি শিক্ষার্থীদেরকে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট এর হেড অব হেড অব টিভিইটি ইন্সটিটিউট মো: হুসাইন শহীদ আনসারী সহ ইউসেপ সিলেট অঞ্চলের কারিগরি বিদ্যালয়ের হেড অব টেকনিক্যাল স্কুল, হেড অব টিভিইটি ইন্সটিটিউট, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন