এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

……………………………

জাফলংয়ে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠল শ্রমিকের লাশ

Daily Jugabheri
প্রকাশিত ২৭ এপ্রিল, রবিবার, ২০২৫ ১৬:২৪:৪৯
জাফলংয়ে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠল শ্রমিকের লাশ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোয়াইনঘাট নিখোঁজের তিনদিন পর নদীতে ভাসমান অবস্থায় সাজল মিয়ার (৩৪) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) সকালে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ। সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার পাথরবোঝাই নৌকা ডুবিতে নিখোঁজ হন পাথর শ্রমিক সাজল মিয়ার।

পুলিশ জানায়, রোববার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় সাজল মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের অতিরিক্ত দায়িত্বে থাকা এসআই আব্দুর রকিব খান জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন