এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন

Daily Jugabheri
প্রকাশিত ১৯ এপ্রিল, শনিবার, ২০২৫ ১২:৫৩:০৩
গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন

যুগভেরী ডেস্ক ::: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার (১৮ এপ্রিল) বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি মো. আজাদ উদ্দিন। সভাপতির বক্তব্যে মো. আজাদ উদ্দিন বলেন, আমেরিকা ও পশ্চিমাদের মদদে ক্ষুদ্র ইসরায়েল দানবে পরিণত হয়ে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে। তাদের বর্বরোচিত হামলায় প্রাণ হারাচ্ছেন নারী, শিশুসহ হাজার হাজার নিরপরাধ মানুষ। ইসরাইলের এই মানবতাবিরোধী কর্মকান্ড থামাতে মুসলিম বিশ^কে নিরবতা ভেঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে ইসরায়েলকে তার প্রভুরাও বাঁচাতে পারবে না। তিনি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানান তিনি।

সিলেট ফিটনেস ক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ বিলাল উদ্দিনের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা সিরাজ বকস্, উপদেষ্টা জুবায়ের আহমদ জাবের, উপদেষ্টা আশরাফুল হুদা, উপদেষ্টা শামীম আহমদ, উপদেষ্টা জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হোসেন, সদস্য জাকির হোসেন, খাদিজাতুল কুবরা। উপস্থিত ছিলেন ওদুদ চৌধুরী, মক্তার হোসেন, ইকবাল বকুল, প্রবাসী হাবিব আহমদ, শিবুল আহমদ, সত্যজিৎ দাদা, শশাঙ্ক পাল, তাজ উদ্দিন, প্রবাসী বুরহান উদ্দিন, নুর আলম, সুজন আহমদ, শাকিল আহমদ, আশরাফুল ইসলাম, কাওছার আহমদ, ওমর ফারুক, আব্দুল খালেক প্রমুখ। মানববন্ধনে ফিলিস্তিনিবাসীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাবেক উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন