
যুগভেরী ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মরহুম একেএম তারেক কালাম একজন জনদরদী রাজনীতিবিদ, মানবকল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তিনি একজন পরিচ্ছন্ন, ত্যাগী রাজনীতিবিদ। রাজনীতিতে সাধারণ নেতাকর্মীদের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তিনি (একেএম তারেক কালাম) একজন নিবেদিত প্রাণ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন। সিলেট জেলা ও সদর উপজেলা বিএনপিকে সু-সংগঠিত করতে তার ভূমিকা অপরীসীম। তিনি সর্বদা জনগণের জন্য রাজনীতি করতেন।
তিনি আরোও বলেন, বাংলাদেশের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের রাজনৈতিক চেতনাকে আজীবন ধারণকারী জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম ছিলেন একজন দক্ষ সংগঠক ও দলের তৃণমূলে প্রাণ। এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগে তিনি রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। দলের দুঃসময়ে তিনি বিএনপির হাল ধরে ছিলেন। ফ্যাসিস আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নে শিকার হয়েও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হন নি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে একেএম তারেক কালাম সাহসী ভূমিকা রেখে গিয়েছিলেন।
তিনি বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা টুকেরবাজার বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন আয়োজিত টুকেরবাজার মাঠে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা মৎষ্যজীবী দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালামের নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
জেলা বিএনপির সহ-সভাপতি ও জালালাবাদ থানা বিএনপি আহবায়ক শহিদ আহমদের সভাপতিত্বে নাগরিক শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি এনামুল হোসেন মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত, সহ- সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আলী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব।
জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এনাম হোসেন, মহানগর বিএনপির সদস্য রিয়াজ আহমদ সুমন ও জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক ফজল আহমদের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন মরহুম এ কে এম তারেক কালাম সাহেবের কনিষ্ঠ পুত্র ইনজামাম হক ইনজু, ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ টুকেরগাঁওপাড়া বিএনপির সভাপতি আবুল হাসান মাসুম সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আঙ্গুর আলম, শ্রমিক দল নেতা মোহাম্মদ নুরুল হক, বিএনপি নেতা এডভোকেট আলী হায়দার যুবদল নেতা মোহাম্মদ ইমরান খান সাদেক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জুনায়েদ আহমদ সিলেট জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন মিয়া, যুবদল নেতা রাসেল আহমদ, সাইফুল আলম, খালেদ আহমদ, ছাত্রদল নেতা নাদিম আহমদ সাকিব, কামরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য: গত ৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন