যুগভেরী ডেস্ক
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, সিলেট-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দীন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক রফিক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্যকে উপদেষ্টা, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মাকে প্রধান সমন্বয়কারী, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণকে আহ্বায়ক, বীর প্রতীক আব্দুল মালেককে সদস্য সচিব এবং বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশকে যুগ্ম সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
চৌহাট্টাস্থ মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সদ্য সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি কর, বীর মুক্তিযোদ্ধা গোলজার খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা এম মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ চুন্নু, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা শিবানী দেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর শিকদার, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাশ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা টেনাই উল্লাহ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি ডা. নাজরা চৌধুরী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান এপলু, সদস্য শ্যামল দেবনাথ ও আবুল মোহসিন চৌধুরী।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন