এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

ঐতিহ্যবাহী সিলেটে শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

Daily Jugabheri
প্রকাশিত ৩১ মার্চ, সোমবার, ২০২৫ ১০:৪৮:৫৯
ঐতিহ্যবাহী সিলেটে শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। আজ ঈদের দিন সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয় হয়। জামায়াতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে বয়ান পেশ করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। ফজরের নামাজের পর থেকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে শাহী ঈদগাহ ময়দানের মুসল্লিদের ঢল নামতে শুরু করে। প্রায় সবার হাতেই ছিলো জায়নামাজ। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সিলেট মহানগরীতে পবিত্র ঈদুল ফিতরের ৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৭টি ঈদগাহ ও ৩০৫টি মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে হবে একাধিক জামাত।
ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রেখেছে সিলেট মহানগর পুলিশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন