এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

Daily Jugabheri
প্রকাশিত ১২ জুন, রবিবার, ২০২২ ১৯:৩২:৪১
কোম্পানীগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, কোম্পানীগঞ্জ ::: সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।শনিবার (১১ জুন) কোম্পানীগঞ্জ থানার এসআই মো. হামিদ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়।  মামলার আসামিরা হলেন- আকবর হোসেন, ফাহিম আহমদ, কামাল আহমদ, সাকিব আহমদ, মো. আনোয়ার হোসাইন, হোসেন আহমদ, আব্দুর রাজ্জাক চৌধুরী, সুমন আহমদ, জুবের আহমদ, সুমন আহমদ, দিলওয়ার হোসেন ও ছামিন আহমদ।  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন