এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট সীমান্তে ৪৮ বিজিবি কর্তৃক ৬৮ লক্ষ ৩২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক

Daily Jugabheri
প্রকাশিত ২৭ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ০১:৫৬:০৭
সিলেট সীমান্তে ৪৮ বিজিবি কর্তৃক ৬৮ লক্ষ ৩২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক

দূর্গেশ সরকার বাপ্পী গোয়াইনঘাট :: সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ কালে ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান পরিচালনা করেন।

২৬ মার্চ ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, পান্থুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, গরুর মাংস এবং বাসমতি চাল আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬৮,৩২,৪০০/- (আটষট্টি লক্ষ বত্রিশ হাজার চারশত) টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন