যুগভেরী রিপোর্ট
বাসন্তী হাওয়া আমাদের মনে শিহরণ জাগায়। মুগ্ধতার আবেশে ছড়ায় ভালোবাসার উষ্ণতায়। এই শিহরিত ভালবাসার উষ্ণতায় আমরা “ একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস্ (এমকা), সিলেট” এই শিহরিত ভালোবাসার উষ্ণতাসিক্ত আবেগে মনের মত রাঙিয়ে তুলতে শুভ দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হয়েছে “আন্তর্জাতিক হোলি উৎসব-২০২৪” আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়ি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্ডপে হোলি উৎসবের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত সহকারী ভারতীয় হাই কমিশনার মিসেস শকুন্তলা কালরা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. প্রমোদ রঞ্জন সিংহ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, ভারতের মনিপুর রাজ্যের মৃদঙ্গ ও নটসংকীর্তন প্রশিক্ষক ই. নাওবী সিংহ, অন্যান্য অতিথিরা হলেন, কবি ও সংগঠক শাওন পান্থ, নৃত্য শিল্পী ও প্রশিক্ষক ওয়ার্দা রিহাব, সঙ্গীত শিল্পী সুবর্না রহমান, সংগঠক ও বাচিক শিল্পী মুনিরা সুলতানা মিলি।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন