এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

Daily Jugabheri
প্রকাশিত ১২ মার্চ, বুধবার, ২০২৫ ১২:২১:০৯
সিলেটে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

যুগভেরী ডেস্ক ::: সিলেটে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর কাছ থেকে বিষয়টি মৌখিকভাবে জেনে পুলিশ ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে। মঙ্গলবার সকালে মহানগরের বিমানবন্দর থানার ছড়াগাঙ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।

ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান মঙ্গলবার রাত ১০টার দিকে বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে। একক, নাকি দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাও পুলিশ জানার চেষ্টা করছে।

বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। তিনি কিছুটা সুস্থতা বোধ করলে ঘটনার বিস্তারিত জেনে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি নগরের শাহপরান থানা এলাকায়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন