এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

কালীগঞ্জে এমএ মালিক ক্রিকেট প্রিমিয়ারলীগের পুরস্কার বিতরণ সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ২০:৫২:৩৫
কালীগঞ্জে এমএ মালিক ক্রিকেট প্রিমিয়ারলীগের পুরস্কার বিতরণ সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর পৃষ্ঠপোষকতায় বালাগঞ্জ উপজেলার কে.সি.সি কালীগঞ্জ ক্রিকেট ক্লাব আয়োজিত এম এ মালিক কালীগঞ্জ ক্রিকেট প্রিমিয়ারলীগ-২০২৫ সৃজন সিক্স সম্পন্ন হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কে.সি.সি কালীগঞ্জ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ কাওছার আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও সিলেট জেলা ছাত্রদল নেতা রেজওয়ান আহমেদ রপি। বক্তব্য রাখেন সমাজসেবী মোঃ আক্তার হোসেন সুমন, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক। ফাইনাল খেলায় ছাত্রদল নেতা রাহেল আহমদ, রাজা আহমদ প্রমুখ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ জাহেদ বলেন, মেধা ও মননের সুষ্ঠ বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক প্রশান্তি অর্জন করা যায়। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। সুন্দর সমাজ গঠনসহ নীতি নৈতিকতা অর্জনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিককে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন