এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

জগন্নাথপুরে মসজিদের ভিতরে চুরিকাঘাতে আহত ১

Daily Jugabheri
প্রকাশিত ২৩ মার্চ, শনিবার, ২০২৪ ১৮:৪৮:১৯

যুগভেরী ডেস্ক ::::::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ার গ্রামে পূর্ব বিরোধের জেরে মসজিদের ভিতরে ছুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।  জানাযায়, লিয়াকত আলী (৫৫) উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ার গাঁও গ্রামের বাসিন্দা।  আহতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয়রা জানান, সাংঙ্গিয়ারগাঁও গ্রামের আহত বৃদ্ধ লিয়াকত আলীর সঙ্গে একই গ্রামের হেলাল মিয়া পূর্ব বিরোধ রয়েছে। এরই জেরে শুক্রবার সাংঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের ভিতরেই অভিযুক্ত হেলালসহ ২/৩ জন ওই বৃদ্ধকে ঘেরাও করে। এক পর্যায়ে ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন