এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক

Daily Jugabheri
প্রকাশিত time ago 21 hours
সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক

যুগভেরী ডেস্ক ::: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধার করা দুটি ডেটোনেটর ও ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় বিজিবি এগুলো নিষ্ক্রিয় করে।

 

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সীমান্ত থেকে দূরবর্তী একটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এর আগে গত ৩১ অক্টোবর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি বালুর স্তূপের নিচ থেকে লুকানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, দুটি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা রিভলবারটি নিয়ম অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন